নিজস্ব প্রতিবেদক :
আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে আজ বুধবার (১১ ডিসেম্বর) ‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা: গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়ে মুক্ত আলোচনার মধ্য দিয়ে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান স্বাগত বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিকগণ তথ্য পরিবারেরই সদস্য উল্লেখ করে আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ বিভাগের সকল সাংবাদিকদের সহযোগিতা ও সমন্বয়ে এগিয়ে যাবে বলে জানান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। মূল বক্তব্যে তিনি বৈষম্যবিরোধী সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা ও তার সামগ্রিক প্রেক্ষাপটের বিষয়গুলোতে গুরুত্বারোপ করেন। মূল বক্তব্যে তিনি উল্লেখ করেন, যে স্বপ্ন নিয়ে ৫ আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা অংশগ্রহণ করেছিলো, সে স্বপ্নের সফল বাস্তবায়নে ছাত্রদের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়নে দেশ এগিয়ে চলেছে। রাষ্ট্রীয় সকল সেক্টরসমূহে সফল সংস্কারের লক্ষ্যে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।
মুক্ত আলোচনায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তাগণ সাংবাদিক সমাজের প্রতিকূলতার বিষয়গুলো উল্লেখ করেন। আর্থিক সহায়তা, সুনির্দিষ্ট বেতন কাঠামো, যোগ্য সাংবাদিক গড়ে তুলতে যথার্থ সার্টিফিকেট কোর্স প্রণয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা, প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন।
নেত্রকোনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিগণ বলেন, বৈষম্যের বিরুদ্ধেই ছিল ৫ আগস্টের ছাত্র আন্দোলন। কাউকে যেন বৈষম্যের শিকার হতে না হয়। বৈষম্যহীন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের তথ্য সংগ্রহের সময় সুরক্ষা প্রদান করতে হবে।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, যে ভাবনা, যে স্বপ্ন নিয়ে ছাত্র আন্দোলন হয়েছে, সে ভাবনার সফল বাস্তবায়ন করতে হবে। তৃণমূলের সাংবাদিকসহ দেশের সমস্ত জায়গায় সকল প্রকার বৈষম্য দূর হওয়ার প্রত্যাশা করেন তিনি।
সেমিনারে নেত্রকোনা জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নেত্রকোনা জেলা তথ্য অফিস এবং আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।