আমায় খোঁজবে তো?
আয়েশা ছিদ্দিকা নিপা
——– ★★★★——-
যদি কখনো হাড়িয়ে যায়
কুয়াশার অন্ধকারে,
ভূলে যাবে কি আমায় তুমি চিরতরে?
বাংলা মা!
আমি ফিরে আসবো তোমার কাছে
হয়তো দোয়েল, কোকিল নয়তোবা
কৃষকের মাঠে সবুজ সোনালি ফসল হয়ে।
তোমার কাছে ফিরে আসবো আমি
বারে বারে,
বাংলা মা!
খোঁজে নিয় আমাকে তুমি ভোরের শিশিরে
আসবো আমি এক চিল্তে রোদের সাথে
সবুজ ঘাসে শিশির বিন্দুর মাঝে।
তোমার কাছে ফিরে আসবো আমি
বারে বারে,
যদি কখনো হাড়িয়ে যায়
তারকাখচিত ঐ আকাশে
পারবে তুমি আামায় খোঁজে নিতে?
বাংলা মা!
হাসনাহেনা,গন্ধরাজ, রজনীগন্ধার মাঝে
থাকবো আমি প্রকৃতির বুকে
মৃদু মন্ধ বাতাসে মিশে।
তোমার কাছে ফিরে আসবো আমি
বারে বারে।
———- ★★★★ ———-