জেলা প্রতিনিধি,
ময়মনসিংহ।
আজ ১৬ এপ্রিল ২০২৪ (মঙ্গলবার) ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে ও বিদ্যাগঞ্জ অষ্টমী ঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়। অষ্টমী স্নানের উদ্দেশ্যে বিপুল সংখ্যক পুণ্যার্থী জেলার বিভিন্ন স্থান হতে এসে ময়মনসিংহ শহরের দূর্গাবাড়ী মন্দির, বড় কালিবাড়ী মন্দির, শ্রী শ্রী রঘুনাথ জিঁওর আখড়া, অনন্তময়ী আশ্রম, ভ্রাতৃসংঘ ও দশভুজাবাড়ী মন্দিরে অবস্থান করেন। আজ ভোর ৫:০০ ঘটিকা থেকে জেলখানা ঘাট, কাচারীঘাট, বুড়া পীরের মাজার ঘাট, ছোট কালীবাড়ি ঘাট, রঘুনাথ জিঁওর আখরা ঘাট, থানাঘাট, লোকনাথ মন্দির ঘাট, পুরাতন গুদারাঘাট, শম্ভুগঞ্জ পাওয়ার স্টেশন ঘাট, জয়নুল আবেদিন সংগ্রহশালার অপর পাড়ের ঘাট, বেগুনবাড়ি ঘাট,গৌরীপুর থানাধীন অচিন্তপুর ইউনিয়নের বরুঙ্গা নদীর ঘাট, ত্রিশালে কালীর বাজার ঘাট, ঈশ্বরগন্জের রাজীবপুর ঘাট, পাগলা থানার হোসেনপুর ব্রিজের ঘাটে ভক্তবৃন্দ অষ্টমী স্নান ও পূজা অর্চনা করেন।পুণ্যার্থীরা দূর্গাবাড়ী রোড, স্বদেশী বাজার, ওল্ড পুলিশ ক্লাব রোড ও আম পট্টি এলাকায় অনুষ্ঠিত অষ্টমী মেলায় অংশগ্রহণ করেন। অষ্টমী স্নান এবং পূজা চলাকালীন সময়ে ময়মনসিংহ শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বক্ষণিক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়। পুণ্যার্থীগণ নির্বিঘ্নে এবং নিরাপদে অষ্টম স্নান এবং পূজা সম্পন্ন করেন।ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত সকল অফিসার ও ফোর্সের ডিউটি তদারকি করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
: অভিজিৎ সরকার
সম্পাদক ও প্রকাশক : মোস্তাক
হাসান
বার্তা সম্পাদক : মো.আরিফ
ভূঁইয়া