জুবাইর জিহাদী,
কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এর ৪৪ বর্ষে পর্দাপন উপলক্ষে ৩জন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে প্রচ্ছদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম, একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্তি সমাজসেবক এসএম আব্রাহাম লিংকন। প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি শ্যামল ভৌমিক এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সফি খান, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বক্সী, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজার রহমান সাজু, প্রচ্ছদ কুড়িগ্রাম এর সাবেক সভাপতি দুলাল বোস, সাধারণ সম্পাদক বিপ্লব তরফদার প্রমুখ। অনুষ্ঠানে লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য লোক শিল্পী কৃপাসিন্দু সরকার, ভাওয়ইয়া সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ভাওয়াইয়া গবেষক ভ‚পতি ভ‚ষণ বর্মা ও নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরদার মোহাম্মদ রাজ্জাককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।পরে প্রচ্ছদ কুড়িগ্রাম এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
: অভিজিৎ সরকার
সম্পাদক ও প্রকাশক : মোস্তাক
হাসান
বার্তা সম্পাদক : মো.আরিফ
ভূঁইয়া