নিজস্ব প্রতিবেদক,
ময়মনসিংহ।
আজ ৩১ মে ২০২৪ খ্রি. (শুক্রবার) সন্ধ্যা ৬:০০ ঘটিকায় বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়ের ময়মনসিংহ জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠে ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা জানান ময়মনসিংহ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব মমতাজ পারভীন মহোদয়, ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়, সম্মানিত জেলা প্রশাসক জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে জেলা পুলিশের একটি সুজজ্জিত চৌকস দল গার্ড অনার প্রদান করে।পরবর্তীতে সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগণের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করেন।