পারফরমেন্স:১
গত মার্চ/২৪ মাসে অভিযান পরচিালনা করে চাঞ্ল্য কর রাজু হত্যা মামলার ঘটনায় জড়িত আরো ০৪ জন আসামী গ্রেফতার ও প্রকৃত রহস্য উদঘাটন করা হয়।পারফরমেন্স:২
# গত মার্চ/২৪ মাসে হালুয়াঘাট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় মদ,
# কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৪ গ্রাম হেরোইন।# ভালুকা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ১৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।উক্ত বিষয়ে জেলা গোয়েন্দো শাখা(ডিবি), ময়মনসিংহর নিম্ন বর্ণিত অফিসারগণ পুরস্কারপ্রাপ্ত হন।অফিসার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল, এসআই (নিঃ), এসআই (নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই(নিঃ) মোঃ সোহরাব আলী, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনক।