সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আঞ্চলিক তথ্য অফিস ময়মনসিংহের আয়োজনে নেত্রকোনায় সেমিনার অনুষ্ঠিত ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানার নওমহলে সংঘটিত নৃশংস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন; হত্যাকারী গ্রেফতার জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০২ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) গ্রেফতার মসিকের উদ্যোগে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন, অগ্রীম ঈদের শুভেচ্ছা জানালেন ইউপি উপ-নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন মেম্বার পদপ্রার্থী লোকমান হোসেন ইউপি উপ-নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন মেম্বার পদপ্রার্থী লোকমান হোসেন পুলিশ লাইন্স মেস এবং স্যালুটিং ডাইস পরিদর্শন করেন পুলিশ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভালুকা উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ ভালুকা থানা নির্বাচিত হয়েছেন

দৈনিক আলোর মিছিল ডেস্ক : / ১১৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ট অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) ভালুকা মডেল থানা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রেঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন তাকে (মোহাম্মদ শাহ কামাল আকন্দ)কে রেঞ্জেরচ শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বিপিএম, পিপিএম, তার পাশে ছিলেন।

ময়মনসিংহের ভালুকা মডেল থানা সুত্রে জানা গেছে, অফিসার ইনচা্জ হিসেবে মোহাম্মদ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে ভালুকা মডেল থানায় মামলা জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিট পুলিশিং সভা, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎঘাটন, অফিসারদের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপোর্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমানোসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচার কাজে এগিয়ে চলছে। মোহাম্মদ শাহ কামাল আকন্দ একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে ভালুকা মডেল থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন।

অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে ভালুকা মডেল থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমানো থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে।

অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ এর
সাথে কথা বললে তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া’র প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে বলেন, তাদের নির্দেশনায় আমার সকল কাজে সহযোগিতা ও উৎসাহ পেয়ে থাকি। এ সফলতা ভালুকা মডেল থানার সকল অফিসার ফোর্সদের কর্মদক্ষতার অর্জন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর